Oshusto Nogori (feat. Rasel Rahman)

দেশে আইছে করোনা, তবু মানুষ বোঝে না
ঘোরাফেরা করে বাইরে, সচেতন থাকে না।
দেশে আইছে করোনা, এটা ভয়ের কিছু না
নিয়ম মেনে চললে পরে, হবে নাতো করোনা।
দেশে আইছে করোনা, কারও কিছু হবে না
সচেতন থাকলে পরে, করোনাতো হবে না।
দেশে আইছে করোনা, এটা ভয়ের কিছু না
রক্ষা পেতে হলে তবে, ঘরে থাকেন সবজনা।

১৬ কোটি মানুষের প্রানে এখন ভয়
করোনায় পরে যদি তাদের মরন হয়
ভয়ে কাপে সারা দেশ সারা দুনিয়া
উল্টা পাল্টা সারা বিশ্বো দেখ চাহিয়া

সকাল থেকে সন্ধ্যা যেনো লাশের মিছিল
কেমন করে ঠান্ডা হবে আমার এই দিল
বলতে পারিনাতো মুখে আমার মনের কথা
বুকে চেপে রেখেছি শত মনের ব্যাথা

পাপ থেকে গজব আর গজব থেকে লাশ
বলতে বলতে চলে গেলো যেনো কয়েক মাস
দিন দিন বাড়ছে যেনো করোনার খেলা
লাশের মিছিল দেখতে দেখতে কাটেছে যেনো বেলা

হাতে গ্ল্যাভস মুখে মাস্ক সবার থাকা চাই
নাইলে কিন্তু লাঠির বাড়ি একটাও মিস্ নাই
সারাদেশ লক ডাউন করছে যে সরকার
জনগনের সচেতন সবার আগে দরকার

গরীব দুখী মানুষের কিযে হবে ভাই
এক বেলা খাবার পাইলে আরেক বেলা নাই
বাইরে গেলে লাঠির বাড়ি হাজার আপমান
জীবন যুদ্ধে গাই আমি বিজয়ের গান

সমাজে যারা পারে তারাইতো দেয়না
এত খায় এত পাই তবু ভরেনা
সমাজের চোখে যারা গরীব দু:খী মানুষ
তাদের টাকা মাইরা লোকে উড়ায় দেখে ফানুশ

যাদের আছে তারা যদি দেয় ঠিত মত
হাসি খুশি থাকতো সমাজ সবাই সবার মত
এ শহরে চারি দিকে সবাই খাই খাই
যত আছে তত দাও বলে পাই নাই

সমাজের চোখে মোরা যেনো অবহেলা
আমাদের নিয়ে সবাই খেলে নানান খেলা
বাঁচতে হলে খোদার কাছে ক্ষমা চাওনা
সকাল দুপুর রাত দিন করো প্রার্থণা



Credits
Writer(s): Abdur Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link