Phire Esho

আজও দুচোখে তুমি আছো
আছে ভালোবাসা আজও সেই,
দূরে চলে গেলেও তবু
তুমি আছো আমারই মনেতেই,
তোমাকে ছেড়ে আমি যাবো কোথায়?
প্রেম আমার তোমায় ফিরে পেতে চায়,
পুরোনো সেই দিন, সেই মধুর স্মৃতি রঙিন,
আছে তোমাকে ফিরে পাওয়ার আশায় -
ফিরে এসো, ফিরে এসো, আজও মনের খাতায় লেখা নাম তোমার,
ফিরে এসো, ফিরে এসো, আজও তোমার আশায় আছে এ মন আমার ||

ডুবেছে সে আজ অনুরাগে,
তোমায় যখন দেখি চোখ বুজে,
তোমায় কল্পনায় ভাবতে ভাল্লাগে
তোমাকে ছেড়ে আমি যাবো কোথায়?
প্রেম আমার তোমায় ফিরে পেতে চায়,
পুরোনো সেই দিন, সেই মধুর স্মৃতি রঙিন,
আছে তোমাকে ফিরে পাওয়ার আশায়...

তোমার কথা ভেবে ভেবে
তোমায় চাই না বলা কথায়
যা জমে আছে আজ বলবো তোমায়
তোমাকে ছেড়ে আমি যাবো কোথায়?
স্বপ্ন তোমার দুচোখের পাতায়,
দিশেহারা মন, আমারই এই জীবন
বলছে তোমায় আজ গানের কথায় -



Credits
Writer(s): Rajdeep Banik
Lyrics powered by www.musixmatch.com

Link