Ebhabei Tumi Boro Hoyo

এভাবেই তুমি বড় হোয়ো
মাথা রেখে বন্ধুর কাঁধে
এভাবেই তুমি বড় হোয়ো
মাথা রেখে বন্ধুর কাঁধে
বিরহের গল্প শুনিও
ঝরা সময়ের অবসাদে

আকাশের মুখ ভার হলে
স্মৃতিরও ওজন বাড়ে জানি
তুমি বরং রঙ সাজিয়ে
উজ্জ্বল করো ফুলদানি

আকাশের মুখ ভার হলে
স্মৃতিরও ওজন বাড়ে জানি
তুমি বরং রঙ সাজিয়ে
উজ্জ্বল করো ফুলদানি

এখন ভোরের আদালতে
শিশুর সমন জারি হলো
মেঘ উড়ন্ত হেফাজতে
অমাবস্যার ছবি আঁকে

যত থতমত অপঘাতে
উপচে পড়েছে তৃষ্ণা
মরুদেহ খরা ঠোঁট চেটে
স্থাণুবৎ একা বসে থাকে

তবুও তো তুমি বড় হবে
ছেঁড়া মানচিত্র বিছিয়ে
ঝুড়ি ঝুড়ি ঝিনুক কুড়োবে
ছুটে যাবে নোনা পথ দিয়ে

সৈকত আমার হলো না
দূরে দূরে বইলো কি জলও?
ভেজা হাত সরিয়ে নিও না
তুমি আমায় ভেজাবে বলো
তুমি আমায় ভেজাতে চলো

নিরস নিরেট অপলাপে
প্রমাণের উর্ধ্বকমা
কারাগার ভেঙে যেতো যদি
কাক-পক্ষীরা না জানতো

বিগত জীবন-অভিশাপে
সুদ-আসল, খরচ-জমা
পাস বই ছিড়ে আসা যেতো
যদি ডেকে নিতো দিনান্ত

তবু জানি তুমি বড় হবে
একদিন লুকিয়ে চুরিয়ে
যৌবন কিনে ঠকে যাবে
শৈশবটাকে বেচে দিয়ে

বেঁচে থাকা আমার হলো না
তুই কি আমার হতে পারিস?
চোখে চোখ সরিয়ে না নিয়ে
শূন্যতা শুষে নিতে পারিস

সমুদ্র আমার হলো না
নোনা জলে চোখ ছলোছলো
সমুদ্র আমার হলো না
শুধু নোনা জলে চোখ ছলোছলো
ভেজা চোখ মুছিয়ে দিও না
ভেজা চোখ মুছিয়ে দিও না
আমি তোমায় ভেজাবো চলো



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link