Dekho, Dekho, Sukotara Ankhi Meli Chay

দেখো, দেখো, শুকতারা গানটি
১৩৩২ সনের কার্তিক মাসে
রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন
এবং এর ইংরেজি সন হচ্ছে ১৯২৫
এ গানটি শান্তিনিকেতন পত্রিকার প্রকৃতি পর্যায়
উপপর্যায় হচ্ছে শরৎ
এবং এ গানের স্বরলিপিকার হলেন শ্রী দীনেন্দ্রনাথ ঠাকুর

দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
চায়, শুকতারা আঁখি মেলি চায়
প্রভাতের কিনারায়, শুকতারা আঁখি মেলি চায়
ডাক দিয়েছে রে শিউলি ফুলেরে, আয়, আয়, আয়
শুকতারা আঁখি মেলি চায়
দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়

ও যে কার লাগি জ্বালে দীপ, কার ললাটে পরায় টিপ
ও যে কার লাগি জ্বালে দীপ, কার ললাটে পরায় টিপ
ও যে কার আগমনী গায়
ও যে কার আগমনী গায়, আয়, আয়, আয়

শুকতারা আঁখি মেলি চায়
দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়

জাগো জাগো সখী
কাহার আশায় আকাশ উঠিল পুলকি
জাগো জাগো সখী
কাহার আশায় আকাশ উঠিল পুলকি
জাগো জাগো সখী

মালতীর বনে বনে ওই শোনো ক্ষণে ক্ষণে
মালতীর বনে বনে ওই শোনো ক্ষণে ক্ষণে
কহিছে শিশিরবায়, আয়, আয়, আয়

শুকতারা আঁখি মেলি চায়
দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
প্রভাতের কিনারায়, শুকতারা আঁখি মেলি চায়
ডাক দিয়েছে রে শিউলি ফুলেরে, আয়, আয়, আয়
শুকতারা আঁখি মেলি চায়
দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link