Porte Hobe Khub

জানতে কি চাও বিশ্বটাকে পড়তে হবে খুব
দিতে হবে এই পৃথিবীর জ্ঞান সাগরে ডুব

এই পৃথিবীর সেরা যারা আজকে ইতিহাস
পড়ালেখায় ছিল তাদের নিত্যদিনের শ্বাস
তোমরাও ঠিক তাদের মতো পড়ো যথারূপ

তুমি আমি আমরা যারা আজকে নবীন দল
পড়া লেখা হোকনা মোদের জ্ঞান অর্জনের বল

পড়ালেখা করে করে জীবন গড়া চাই
জীবনটাকে গড়তে হলে বিকল্প পথ নাই
পড়লে তবে হবে তোমার জীবন অপরূপ



Credits
Writer(s): Jakariya Hosain
Lyrics powered by www.musixmatch.com

Link