Tor Ek Kothaye (feat. Jeet & Koel Mallick)

নাম জানি না তোর আর রাত জানি না ভোর
মন যায় রে চলে যায়, প্রেম যা নিয়ে
হাল মেলাবি আয়, দিনকাল মেলাবি আয়
মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে

তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি

কিছুটা সায় নিয়ে যা তুই
আলো আমায় দিয়ে যা তুই
পারি না থাকতে একা আর
কোনো উপায় দিয়ে যা তুই

তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি

জানাশোনা নেই, অজান্তেই এসেছে অন্য কে
আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে
জানাশোনা নেই, অজান্তেই এসেছে অন্য কে
আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে

আর কী বোঝাবো বল?
বলছে ফুলের দল, তুই আমারই
আর কী কারণ চাস?
বলছে বন্ধু বাতাস, তুই আমারই

তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি

বাড়াবাড়ি মন জ্বালাতন করছে যখনই
আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি
বাড়াবাড়ি মন জ্বালাতন করছে যখনই
আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি

ও, আর কী বোঝাবো বল?
বলছে ফুলের দল, তুই আমারই
আর কী কারণ চাস?
বলছে বন্ধু বাতাস, তুই আমারই

তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি



Credits
Writer(s): Jeet Gannguli, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link