Porichito Sware

তুমি সাড়া দাও পরিচিত কোনো স্বরে
তুমি ধরা দাও যার আদরে মন কাড়ে
তুমি সাড়া দাও পরিচিত কোনো স্বরে
তুমি ধরা দাও যার আদরে মন কাড়ে

কাদামাটি মেখে ফুরিয়ে যেও না
দিনের আলোয়, রাতের অন্ধকারে
পরিচিত স্বরে, চেনা অভিমানে
কখনো সময় থমকে দাঁড়ায় পরিচিত স্বরে

উঁকি দিয়ে যায় খোলা জানালায়
বেহিসেবি বৃষ্টিতে যায় ভেসে
রাত ভেসে যায় কোনো অজানায়
সময় ক্ষয়ে যায় আমায় নিঃস্ব করে

কাদামাটি মেখে ফুরিয়ে যেও না
দিনের আলোয়, রাতের অন্ধকারে
পরিচিত স্বরে, চেনা অভিমানে
কখনো সময় থমকে দাঁড়ায় পরিচিত স্বরে

পরিচিত স্বরে, চেনা অভিমানে
কখনো সময় থমকে দাঁড়ায় পরিচিত স্বরে



Credits
Writer(s): Manik Bera, Sayantan Sinha, Souptik Mazumder
Lyrics powered by www.musixmatch.com

Link