Jeno Tomari Kachhe - Lofi

পারে, মন খারাপই পারে
তোমায় ফেরাতে
এসো, মনের কুল-কিনারে
নাহয় বেড়াতে

মন হলে দাঁড়িয়ে একবার
ডেকো সঙ্গপন
মোম গলে হয়েছে আঁধার
জ্বালিয়ে রেখো মন

যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে

আজ নাহয় কথা থাক
লুকোনো অনুতাপে ঢাকি চোরাকাঁটা আগুন
আজ শুধুই বলে যাক
চোখের পাতা খুলে রাখি নিদার নিঝুম

মন বলে তোমাকে একবার
আগলে ছুঁয়ে যাই
মোম গলানো সন্ধ্যে বার বার
থাকছি ছুঁয়ে তাই

যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে

দাও আমায় বলে কোন গোপনে রাখা
মেঘে ঢাকা আকাশের দেশ
নাও আমার ভিজে মন
সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ

মন হলে দাঁড়িয়ে একবার
ডেকো সঙ্গপন
মোম গলে হয়েছে আঁধার
জ্বালিয়ে রেখো মন

যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে



Credits
Writer(s): Prasen, Arindom Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link