Aalor Amal Kamolkhani

এরপর আসবে শরৎকাল

আলোর অমল কমলখানি কে, কে ফুটালে
আলোর অমল কমলখানি কে, কে ফুটালে
আলোর-
নীল আকাশের ঘুম ছুটালে কে, কে ফুটালে
আলোর-

আমার মনের ভাবনাগুলি
বাহির হল, বাহির হল পাখা তুলি
আমার মনের ভাবনাগুলি
বাহির হল, বাহির হল পাখা তুলি
ওই কমলের পথে তাদের সেই জুটালে
কে, কে ফুটালে

আলোর অমল কমলখানি কে, কে ফুটালে
আলোর-

শরতবাণীর বীণা বাজে কমলদলে
ললিত রাগের সুর ঝরে তাই, ঝরে শিউলিতলে
শরতবাণীর বীণা বাজে কমলদলে
ললিত রাগের সুর ঝরে তাই, ঝরে শিউলিতলে

তাই তো বাতাস বেড়ায় মেতে
কচি ধানের সবুজ ক্ষেতে বেড়ায় মেতে
বেড়ায় মেতে, বেড়ায় মেতে

তাই তো বাতাস বেড়ায় মেতে
কচি ধানের সবুজ ক্ষেতে বেড়ায় মেতে
বেড়ায় মেতে, বেড়ায় মেতে
বনের প্রাণে মরমরানির ঢেউ উঠালে
কে, কে ফুটালে

আলোর অমল কমলখানি কে, কে ফুটালে
আলোর-

শরতবাণীর বীণা বাজে কমলদলে
ললিত রাগের সুর ঝরে তাই, ঝরে শিউলিতলে
শরতবাণীর বীণা বাজে কমলদলে
ললিত রাগের সুর ঝরে তাই, ঝরে শিউলিতলে

তাই তো বাতাস বেড়ায় মেতে
কচি ধানের সবুজ ক্ষেতে বেড়ায় মেতে
বেড়ায় মেতে, বেড়ায় মেতে
বনের প্রাণে মরমরানির ঢেউ উঠালে
কে, কে ফুটালে

আলোর অমল কমলখানি কে, কে ফুটালে
আলোর-



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link