Valobese Bhul Kono Korini (Original)

প্রথম দিনের সেই তোমায় দেখা
আমি ভুলিনি তো সেই সবটা
এখনো আমিতে তুমি আছো জুড়ে
সেই একই তুমি হয়ে সবটা

প্রথম দিনের সেই তোমায় দেখা
আমি ভুলিনি তো সেই সবটা
এখনো আমিতে তুমি আছো জুড়ে
সেই একই তুমি হয়ে সবটা

আমি ভুলিনি তোমায়, আজও চেয়েছি তোমায়
অপেক্ষাতে দিন গুনেছি চলে
আড়ালেতে ঠিকানায় আছো তুমি সবটায়
তুমি রয়েছো আমারই হয়ে

ভালোবেসে ভুল কোনো করিনি
তোমায় আমি আজও ভুলে যাইনি
ভালোবেসে ভুল কোনো করিনি
তোমায় আমি আজও ভুলে যাইনি

বাড়াবাড়ি মন অজান্তে
কিভাবে এতখানি করেছে তোমায়
বুঝিনি পালাবার নেই পথ
যন্ত্রণারা সব বন্দি আমায়

বুঝিনি এইভাবে ছুঁড়ে ফেলে চলে যাবে
একলা করে আমায়
ক্লান্ত শূন্যতায় চোখে লাল বিকেল নামে
স্মৃতিদের বাহানায়

আমি ভুলিনি তোমায়, আজও চেয়েছি তোমায়
অপেক্ষাতে দিন গুনেছি চলে
আড়ালেতে ঠিকানায় আছো তুমি সবটায়
তুমি রয়েছো আমারই হয়ে

ভালোবেসে ভুল কোনো করিনি
তোমায় আমি আজও ভুলে যাইনি
ভালোবেসে ভুল কোনো করিনি
তোমায় আমি আজও ভুলে যাইনি

ভালোবেসে ভুল কোনো করিনি
তোমায় আমি আজও ভুলে যাইনি
ভালোবেসে ভুল কোনো করিনি
তোমায় আমি আজও ভুলে যাইনি



Credits
Writer(s): Prasenjit Mallick
Lyrics powered by www.musixmatch.com

Link