Dekho Dekho Dekho Shuktara

হ্যাঁ, ঘরের ভেতরে আমি তো খুব শরৎবাণীর বীণার আওয়াজ শুনছি
আর বাহিরে সেই যে প্রলয়ংকরী মেঘের আওয়াজ হচ্ছে গুমগুম করে
Record-এর মধ্যে আছে বোধহয় দুয়েকটা মেঘের আওয়াজ
আচ্ছা, এবার আমি পরের গান record করছি, কেমন? ওই শরৎকালই চলছে

দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
চায়, শুকতারা আঁখি মেলি চায়
প্রভাতের কিনারায়, শুকতারা আঁখি মেলি চায়
দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
প্রভাতের কিনারায়, শুকতারা আঁখি মেলি চায়

ডাক দিয়েছে রে শিউলি ফুলেরে
ডাক দিয়েছে রে শিউলি ফুলেরে, আয়, আয়, আয়
শুকতারা আঁখি মেলি চায়
দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়

ডাক দিয়েছে রে শিউলি ফুলেরে, আয়, আয়, আয়
শুকতারা আঁখি মেলি চায়
দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়

ও যে কার লাগি জ্বালে দীপ, কার ললাটে পরায় টিপ
ও যে কার লাগি জ্বালে দীপ, কার ললাটে পরায় টিপ
ও যে কার আগমনী গায়, আয়, আয়, আয়
শুকতারা আঁখি মেলি চায়

দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
চায়, শুকতারা আঁখি মেলি চায়

জাগো জাগো সখী
কাহার আশায় আকাশ উঠিল পুলকি
জাগো জাগো সখী
কাহার আশায় আকাশ উঠিল পুলকি
জাগো জাগো সখী

মালতীর বনে বনে ওই শোনো ক্ষণে ক্ষণে
মালতীর বনে বনে ওই শোনো ক্ষণে ক্ষণে
কহিছে শিশিরবায়
কহিছে শিশিরবায়, আয়, আয়, আয়

শুকতারা আঁখি মেলি চায়
দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
চায়, শুকতারা আঁখি মেলি চায়
প্রভাতের কিনারায়, শুকতারা আঁখি মেলি চায়
দেখো, দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link