Cholona Hariye Jai

চলো না হারিয়ে যাই
সেখানে যেন শুধু তোমাকে পাই
তুমি যে আমার মনের একজন
শুধু তুমি আমার আপন

কেন এতটা যে টান
তোমাকে দিয়েই ভুলি অভিমান
এই কেমন মায়ায় আছো এখন
থেকে যাও তুমি জনম জনম

জেগে থাকো আমার ঘুমে
কথা হোক সারা রাতে
বুনবো হাজার স্মৃতি স্বপন
থেকে যাও তুমি জনম জনম

হঠাৎ যদি তোমায় আমি
দেখে ফেলি সেই চেনা পথে
থমকে যাবে আমার সময়
তুমি যেও না গো এই হাত ছেড়ে

তোমার ছবি, তোমার কথায়
ডুবে থাকি সারাটা দিন
মিলবে কবে দেখা তোমার
হাজার বাঁধা হবে বিলীন

কেন এতটা যে টান
তোমাকে দিয়েই ভুলি অভিমান
এই কেমন মায়ায় আছো এখন
থেকে যাও তুমি জনম জনম

জেগে থাকো আমার ঘুমে
কথা হোক সারা রাতে
বুনবো হাজার স্মৃতি স্বপন
থেকে যাও তুমি জনম জনম



Credits
Writer(s): Nibir Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link