Behaya

আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে

আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে

আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে

আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে

আমাদের গল্পগুলো

আমাদের গল্পগুলো
এক লাফেতেই আকাশ ছোঁয়া
আসমানী রঙ মাখতো
জাদুর ছড়ি দিয়ে

বোবা সব মুহূর্তদের
শুনতো কথা চুপটি করে
বলে নাকি ঘর বানাবে
রামধনুদের নিয়ে

আমাদের গল্পগুলো

আমাদের গল্পগুলোর
লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ
বৃষ্টি ছিল রাতে

একখানা জাহাজ বাড়ি
সেখান থেকেই ঝর্ণা শুরু
কথা ছিল দু'জন মিলেই
স্বপ্ন দেখবো তাতে

আমাদের ইচ্ছে ছিল
হারিয়ে যাবো ইচ্ছে করেই
নিজেদের মন ভাঙবো
নিজেই নেবো জুড়ে

জীবনের নতুন বানান
লিখবো দু'জন আজীবনে
প্রেমে রোজ শব্দ বসুক
খামখেয়ালের সুরে

আমাদের গল্পগুলো

আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর হারিয়ে গেল
তোমায় আমায় নিয়ে

আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে

বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে



Credits
Writer(s): Mainak Mazoomdar
Lyrics powered by www.musixmatch.com

Link