Napak

একবার যদি আমার কথা ভাবতে একটু, কী যে হতো
যদি কালকে স্বর্গ-নরক পাই আমি, খালি হাততালি
দে তুই শালী

তুমিও তো সবারই মতো
আমিও তো ঠিক সবার মতো
তুমি আসলেও সবার মতো
আমিও দেখি ঠিক সবার মতো মাথানত

কাপ্তাই লেকে ঘুরে বেড়াই
Engine নষ্ট, ভুলে যাই কষ্ট
সতেজ-স্পষ্ট, সাথে সব দোস্ত

মন্দিরে কি আমরা যেতে পারি
নাপাক মানুষদের ওরা কী দিয়ে ঝাড়ি
তুমি আসলেও সবারই মতো
আমি তো দেখি ঠিক সবার মতো মাথানত

তুমিও তো সবার মতো
আমিও তো সবার মতো
তুমিও তো সবার মতো
আমিও তো সবার মতো



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link