Jol Foringer Ghum

জলফড়িঙের ঘুম ভেঙেছে
জল পিয়ানোয় টুপ টুপুর
জলফড়িঙের ঘুম ভেঙেছে
জল পিয়ানোয় টুপ টুপুর

মোহন বীনায় উপচে পড়ে
রোদমাখা ভোর অন্য সুর
নদীর স্রোতে হারিয়ে গেল
চন্দ্রাবলীর এক নূপুর

জলফড়িঙের ঘুম ভেঙেছে
জল পিয়ানোয় টুপ টুপুর

চন্ডিদাসের উচ্চরাণে
পদাবলির গভীর শ্লোক
চন্ডিদাসের উচ্চরাণে
পদাবলির গভীর শ্লোক

দেখছে এখন বসুন্ধরা
তোমার আলোয় এই দু'চোখ
এই সমর্পণের কান্নাজল
মন ভেজানো চুপ-চুপুর

জলফড়িঙের ঘুম ভেঙেছে
জল পিয়ানোয় টুপ টুপুর

নিজেকে নিজেই দেখছে এখন
এই জন্মের জাতিস্মর
নিজেকে নিজেই দেখছে এখন
এই জন্মের জাতিস্মর

সে হুবহু একই আছে
পাল্টেছে তার গলার স্বর
প্রেম, একই প্রেম জাপটে ধরে
সন্ধ্যে সকাল রাত দুপুর

জলফড়িঙের ঘুম ভেঙেছে
জল পিয়ানোয় টুপ টুপুর

মোহন বীণায় উপচে পড়ে
রোদমাখা ভোর অন্য সুর
নদীর স্রোতে হারিয়ে গেল
চন্দ্রাবলীর এক নূপুর

জলফড়িঙের ঘুম ভেঙেছে
জল পিয়ানোয় টুপ টুপুর

জল পিয়ানোয় টুপ টুপুর
জল পিয়ানোয় টুপ টুপুর



Credits
Writer(s): Kundan Saha
Lyrics powered by www.musixmatch.com

Link