Bol Re Joba Bol

বল রে জবা, বল
বল রে জবা, বল
কোন সাধনায় পেলি শ্যামা
মায়ের চরণতল, জবা
কোন সাধনায় পেলি শ্যামা
মায়ের চরণতল
বল রে জবা, বল

মায়া তরুর বাঁধন টুটে
মায়ের পায়ে পড়লি লুটে
মায়া তরুর বাঁধন টুটে
মায়ের পায়ে পড়লি লুটে

মুক্তি পেলি, উঠলি ফুটে
আনন্দ-বিহ্বল
মুক্তি পেলি, উঠলি ফুটে
আনন্দ-বিহ্বল
তোর সাধনা আমায় শেখা, জবা
তোর সাধনা আমায় শেখা
জীবন হোক সফল

বল রে জবা, বল

কোটি গন্ধ-কুসুম ফোটে বনে মনোলোভা
কেমনে মা'র চরণ পেলি তুই, তামসী জবা
কোটি গন্ধ-কুসুম ফোটে বনে মনোলোভা
কেমনে মা'র চরণ পেলি তুই, তামসী জবা

তোর মতো মা'র পায়ে রাতুল
হবো কবে প্রসাদী-ফুল
তোর মতো মা'র পায়ে রাতুল
হবো কবে প্রসাদী-ফুল

কবে উঠবে রেঙে
ওরে, মায়ের পায়ের ছোঁয়া লেগে
উঠবে রেঙে
আমার মায়ের পায়ের জবা হয়ে
উঠবে রেঙে
কবে তোরই মতো রাঙবে রে মোর
মলিন চিত্ত-দল

বল রে জবা, বল
বল রে জবা, বল
বল রে জবা, বল
বল রে জবা, বল



Credits
Writer(s): Islam Kazi Nazrul, Debashis Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link