Maya Kanna

তোরে কেউ ছোঁয়ার আগে যেন আমার ওপারের আসে ডাক
আমার মতো মায়া দিয়া কে ভাঙাবে তোর রাগ?
তোরে কেউ ছোঁয়ার আগে যেন আমার ওপারের আসে ডাক
আমার মতো মায়া দিয়া কে ভাঙাবে তোর রাগ?

নিজের হাতে বানাইসিলাম পিরিতেরই ঘর
সেই ঘরেতে নাই রে আমি, কইরা দিলো পর
নিজের হাতে বানাইসিলাম পিরিতেরই ঘর
সেই ঘরেতে নাই রে আমি, কইরা দিলো পর

ভাবিস না তুই বাঁইচা গেলি ছোট্ট দুনিয়াতে
তোরও বিচার হইবো একদিন রোজ হাশরের মাঠে

তোরে কেউ ছোঁয়ার আগে যেন আমার ওপারের আসে ডাক
আমার মতো মায়া দিয়া কে ভাঙাবে তোর রাগ?

কত জ্বালা সইবো আমি? আর তো প্রাণে সয় না
আমার কান্না কেউ দেখে না, পর তো আপন হয় না
কত জ্বালা সইবো আমি? আর তো প্রাণে সয় না
আমার কান্না কেউ দেখে না, পর তো আপন হয় না

ভাবিস না তুই বাঁইচা গেলি ছোট্ট দুনিয়াতে
তোরও বিচার হইবো একদিন রোজ হাশরের মাঠে

তোরে কেউ ছোঁয়ার আগে যেন আমার ওপারের আসে ডাক
আমার মতো মায়া দিয়া কে ভাঙাবে তোর রাগ?



Credits
Writer(s): Pravin Mani, Ilaiyakamban
Lyrics powered by www.musixmatch.com

Link