Aikyabadhho (Original)

শপথ নেয়ার সময় এসেছে
থাকবো ঐক্যবদ্ধ
ছবিওয়ালা হয়ে হাতে হাত ধরে
থাকবো ঐক্যবদ্ধ

শপথ নেয়ার সময় এসেছে
থাকবো ঐক্যবদ্ধ
ছবিওয়ালা হয়ে হাতে হাত ধরে
থাকবো ঐক্যবদ্ধ

যেখানে যে আছো একসাথে
জোরে করো শব্দ
আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ
আমরা ঐক্যবদ্ধ

কেউ নয় ছোট, কেউ নয় বড়ো
আমরা ছবিওয়ালা
বিভেদের কথা দূরে সরিয়েছি
আমরা ছবিওয়ালা

কেউ নয় ছোট, কেউ নয় বড়ো
আমরা ছবিওয়ালা
বিভেদের কথা দূরে সরিয়েছি
আমরা ছবিওয়ালা

আমাদের ভাষা, আমাদের নেশা
আমরা ছবিওয়ালা
Camera আঁকড়ে বেঁচে থাকাটাই
করেছি আমরা রপ্ত

আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ
আমরা ঐক্যবদ্ধ

পেটে খিদে নিয়ে হাসিমুখে তবু
তুলেছি কত না ছবি
ছোটাছুটি করে রাত্তির জেগে
আলোছায়ারই কবি

পেটে খিদে নিয়ে হাসিমুখে তবু
তুলেছি কত না ছবি
ছোটাছুটি করে রাত্তির জেগে
আলোছায়ারই কবি

বেজার মুখের জ্বালাতন যত
সহ্য করেছি সবই
তবুও আমরা ছবি তুলে গেছি
হইনি কখনো জব্দ

আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ
আমরা ঐক্যবদ্ধ
আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ
আমরা ঐক্যবদ্ধ



Credits
Writer(s): Arnab Basak
Lyrics powered by www.musixmatch.com

Link