Utol Dhara Badal Jhore

উতল-ধারা বাদল ঝরে
সকল বেলা একা ঘরে
উতল-ধারা বাদল ঝরে

সজল হাওয়া বহে বেগে
পাগল নদী ওঠে জেগে
সজল হাওয়া বহে বেগে
পাগল নদী ওঠে জেগে
আকাশ ঘেরে কাজল মেঘে
তমালবনে আঁধার করে

উতল-ধারা বাদল ঝরে
সকল বেলা একা ঘরে
উতল-ধারা বাদল ঝরে

ওগো বঁধু দিনের শেষে
এলে তুমি কেমন বেশে
আঁচল দিয়ে শুকাব জল
মুছাব পা আকুল কেশে

নিবিড় হবে তিমির-রাতি
জ্বেলে দেব প্রেমের বাতি
নিবিড় হবে তিমির-রাতি
জ্বেলে দেব প্রেমের বাতি
পরানখানি দেব পাতি
চরণ রেখো তাহার 'পরে

উতল-ধারা বাদল ঝরে
সকল বেলা একা ঘরে
উতল-ধারা বাদল ঝরে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link