Mon Pakhi Tor Bhabna Kire

মনপাখি, তোর ভাবনা কী রে
গুরুর কাছে খবর নে না
মনপাখি, তোর ভাবনা কী রে
গুরুর কাছে খবর নে না
ও তোর দেহের ভিতর যে কল আছে
গুরুর আছে সকল জানা
মনপাখি, তোর ভাবনা কী রে
গুরুর কাছে খবর নে না

সকাল বেলা জয়েন করি
সারাটা দিন খেটে মরি গো
সকাল বেলা জয়েন করি
সারাটা দিন খেটে মরি গো
যখন বাজবে রে মন ছুটির ভেরী
ছাড়তে হবে এ কারখানা

মনপাখি, তোর ভাবনা কী রে
গুরুর কাছে খবর নে না

এ কারখানার মন যে ম্যানেজার
পঞ্চভূতে চালায় মেশিন তার
এ কারখানার মন যে ম্যানেজার
পঞ্চভূতে চালায় মেশিন তার
আবার ছয়জনা ছয় ইঞ্জিনিয়ার
তারা কারোর কথা কেউ শোনে না

মনপাখি, তোর ভাবনা কী রে
গুরুর কাছে খবর নে না

সবাই আছে স্বার্থ লয়ে
আমি মরি পরের বোঝা বয়ে গো
সবাই আছে স্বার্থ লয়ে
আমি মরি পরের বোঝা বয়ে গো
যেদিন মালিক এসে চাইবে হিসাব
তোরে বেহিসাবে ছাড়িবে না

মনপাখি, তোর ভাবনা কী রে
গুরুর কাছে খবর নে না
ও দেহের ভিতর যে কল আছে
গুরুর আছে সকল জানা
মনপাখি, তোর ভাবনা কী রে
গুরুর কাছে খবর নে না
মনপাখি, তোর ভাবনা কী রে
গুরুর কাছে খবর নে না
মনপাখি, তোর ভাবনা কী রে
গুরুর কাছে খবর নে না



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link