Tomar Ovab

অচেনা এই শহরেই শুধু
তোমার অভাব
সব কিছুর বিনিময়ে শুধু
তোমাকে চাই

বলো কি করে ভুলে যাবো তারে?
ভুলে গেলে ভেঙ্গে যাবে আয়না!
বলো কি করে মনে রাখি তারে?
আয়নায় তারে দেখা যায় না!

ফিরে এসো তুমি এই বুক জুড়ে
আছি অপেক্ষায় তোমার
ভালবাসাটুকু এই মন জুড়ে
এসো ফিরে আবার
চলে এসো তুমি এই বুক জুড়ে
আছি অপেক্ষায় তোমার
ভালবাসাটুকু এই মন জুড়ে এসো
ফিরে আবার

ফিরে এসো ফিরে এসো ফিরে
এসো আবার!

বলো কি করে ভুলে যাবো তারে?
ভুলে গেলে ভেঙ্গে যাবে আয়না!
বলো কি করে মনে রাখি তারে?
আয়নায় তারে দেখা যায় না!



Credits
Writer(s): Al Tamim
Lyrics powered by www.musixmatch.com

Link