Lockdowner Shesh Chithy

প্রিয়তমা আমার
ঘড়িতে এখন রাত ১ টা
কাল রাতে হাত থেকে অপ্রত্যাশিত ভাবেই
আমার দুর-আলাপনি যন্ত্রটা পড়ে ভেঞে গেলোম
তখন থেকে আমি যোগাযোগ বিচ্ছিন্ন
হয়ে গেলাম সবার সাথে।

আপাতত সাথে কোন মতবিনিময়
যন্ত্র নেই, তাই এই সাদা কাগজের
বুকে কলম ঠেকিয়েই তোমায় লেখা
আমার এই চিঠি!

আমি জানি না তুমি কেমন আছো!
তবে আমি একেবারেই নাজেহাল
হয়ে আছি, যেতে পারছি না বাইরে,
আর এই ঘড়েও থাকা যাচ্ছে না অসহ্য
ভয়-যন্ত্রণা নিয়ে। কে জানে কখন
কোন প্রিয়জন এই মহামারীর
ছোবলের স্বীকার হয়!

কিন্তু কিছু করার নেই আমার
বাড়ির বাইরে প্রশাষনের
পোশাক নিয়ে একদল প্রহরায়।
একটি নাগরিকো পদচারণ করতে
পারবে না নগরের বুকে।
তাই আমি যেন নিজের ঘরেই
এক হাজতবাস করছি।

এদিকে তোমার সাথে অনেক
কথা জমেছে আমার, সব
এই চিঠিতে লিখে রাখছি।
যখন মহামারীর দিন শেষ হবে
আমরা আমার মুখোমুখি হবো
সেদিন এই বন্দি দিনের চিঠি তুলে
দেবো তোমার হাতে। তুমি তোমার
স্বর্গীয় কন্ঠে সেই চিঠি
আমায় পড়ে শোনাবে।



Credits
Writer(s): Shafi Mawla
Lyrics powered by www.musixmatch.com

Link