Sahgano Gahano Ratri

সঘন গহন রাত্রি
ঝরিছে শ্রাবণধারা
অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা
সঘন গহন রাত্রী
ঝরিছে শ্রাবণধারা

চেয়ে থাকি যে শূন্যে
অন্যমনে
সেথায় বিরহিণীর অশ্রু
হরণ করেছে ওই তারা

সঘন গহন রাত্রি
ঝরিছে শ্রাবণধারা

অশত্থপল্লবে বৃষ্টি ঝরিয়া মর্মরশব্দে
নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া
মর্মরশব্দে
অশত্থপল্লবে বৃষ্টি ঝরিয়া মর্মরশব্দে
নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া
মর্মরশব্দে

মায়ালোক হতে ছায়াতরণী
ভাসায় স্বপ্নপারাবারে
মায়ালোক হতে ছায়াতরণী
ভাসায় স্বপ্নপারাবারে
নাহি তার কিনারা

সঘন গহন রাত্রি
ঝরিছে শ্রাবণধারা
অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা
সঘন গহন রাত্রি
ঝরিছে শ্রাবণধারা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link