Mrito Pranhin

আমার রাত্রি মাপে
ক্লান্তির জ্বর
টুকরো মনের পোড়া ছাই

আমার রাত্রি মাপে
ক্লান্তির জ্বর
টুকরো মনের পোড়া ছাই

আমি গল্প লিখি বেহুস হয়ে
উপসংহার ভুলে যাই

তুমি জার সাথে শুয়ে শোধ করো ঋণ
সে আমার জীবাশ্ম মৃত প্রাণ হীন

তুমি জার সাথে শুয়ে শোধ করো ঋণ
সে আমার জীবাশ্ম মৃত প্রাণ হীন

আমি চোখ আঁকিনি
কতো শীতে
আঁকড়ে ধরে হাত

আমি চোখ আঁকিনি
কতো শীতে
আঁকড়ে ধরে হাত

তুমি দেখেছো শুধুই ভেজা কাজল
বোঝনি অগ্ন্যুৎপাত
থাকতো যদি রূপের বহর
চলতে তবু সাথে
ভালো করে দেখলে বুঝতে তবে
নোনা দেওয়ালেরও কলজে ফাটে

তুমি জার সাথে শুয়ে শোধ করো ঋণ
সে আমার জীবাশ্ম মৃত প্রাণ হীন

তুমি জার সাথে শুয়ে শোধ করো ঋণ
সে আমার জীবাশ্ম মৃত প্রাণ হীন



Credits
Writer(s): Bikram Ghosh, Bipradeep Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link