Kontho Tolo

স্বাধীন দেশের নীল আকাশে পাক পতাকা ওড়ায় কারা
দিগ্বিদিকে মৌলবাদের তোপধ্বনি দিচ্ছে তারা
কলঙ্কিত করলো যারা স্বাধীন দেশের পূণ্যভূমি
বিতাড়িত করতে তাদের কন্ঠ তোলো আজকে তুমি

আমরা এদের দেখেছিলাম যুদ্ধকালীন '৭১-এ
হত্যাকারী নেকড়ে দলে, আল-শামস আর আল-বদরে
আজকে তাদের বংশধরে চাইছে দখল করতে জমি
তাদের মেশাও এই মাটিতে, কন্ঠ তোলো আজকে তুমি

লাখ তিরিশেক শহীদ বীরের কবর আজও বাংলাদেশে
ধর্ষিত সেই মা-বোনেদের আর্তধ্বনি আজও ভাসে
বকর, বদি, জুয়েল, আজাদ, আলতাফ আর রুমি
তাদের হয়ে কন্ঠ তোলো আজকে আমার সাথে তুমি

আমরা এদের দেখেছিলাম যুদ্ধকালীন '৭১-এ
হত্যাকারী নেকড়ে দলে, আল-শামস আর আল-বদরে
আজকে তাদের বংশধরে চাইছে দখল করতে জমি
তাদের মেশাও এই মাটিতে, কন্ঠ তোলো আজকে তুমি

আমরা শুধু যাচ্ছি বলে "উপড়ে ফেলো শেকড় বিষের"
পাকি নিশান নীল আকাশে উড়বে না এই দেশের
বোঝাও ওদের, এই মাটিতে থাকবে না কোনো খুনী
'৭১-এর পক্ষ নিয়ে কন্ঠ তোলো আজ তুমি

আমরা এদের দেখেছিলাম যুদ্ধকালীন '৭১-এ
হত্যাকারী নেকড়ে দলে, আল-শামস আর আল-বদরে
আজকে তাদের বংশধরে চাইছে দখল করতে জমি
তাদের মেশাও এই মাটিতে, কন্ঠ তোলো আজকে তুমি

স্বাধীন দেশের নীল আকাশে পাক পতাকা ওড়ায় কারা
দিগ্বিদিকে মৌলবাদের তোপধ্বনি দিচ্ছে তারা
কলঙ্কিত করলো যারা স্বাধীন দেশের পূণ্যভূমি
বিতাড়িত করতে তাদের কন্ঠ তোলো আজকে তুমি

আমরা এদের দেখেছিলাম যুদ্ধকালীন '৭১-এ
হত্যাকারী নেকড়ে দলে, আল-শামস আর আল-বদরে
আজকে তাদের বংশধরে চাইছে দখল করতে জমি
তাদের মেশাও এই মাটিতে, কন্ঠ তোলো আজকে তুমি



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link