Monta Bujha Day

ঝলমলানো রোদের শরীর রোদ পোহানোর আশে
কাছে এলেই বৃষ্টি নামে তোমার মন-আকাশে
তোমার মনে বৃষ্টি রোদের এই যে লুকোচুরি
বুঝি না তো কিছুই আমি, একলা শুধু পুড়ি

পাগল পাগল জীবন আমার, বুঝি না তো মনটা তোমার
কখন কী সুর গায়

মনটা বোঝা দায়, তোমার মন বোঝা খুব দায়
তোমার মনটা বোঝা দায়, হায় রে, মন বোঝা খুব দায়
মনটা বোঝা দায়, তোমার মন বোঝা খুব দায়
তোমার মনটা বোঝা দায়, হায় রে, মন বোঝা খুব দায়

দুরুদুরু দ্বিধা বুকে, কী যেন কী হয়
উদাস তোমার মনের পাখি কোথায় চেয়ে রয়
বুকচেরা সব আবেগ আমার রোজই তোমায় ডাকে
কলজে পোড়া ছাই দিয়ে রোজ তোমার ছবি আঁকে

পাগল পাগল জীবন আমার, তবু ভাবের তরী তোমার
কোন সুদূরে যায়

মনটা বোঝা দায়, তোমার মন বোঝা খুব দায়
তোমার মনটা বোঝা দায়, হায় রে, মন বোঝা খুব দায়
মনটা বোঝা দায়, তোমার মন বোঝা খুব দায়
তোমার মনটা বোঝা দায়, হায় রে, মন বোঝা খুব দায়

তোমার এমন মন বদলের প্রতিদিনের দৃশ্য
একটু একটু করে আমায় করে দিচ্ছে নিঃস্ব
নাই হয়ে যাই যদি ফের কোথায় আমায় পাবে?
একটুও কি কাঁদবে না মন পাগলের অভাবে?

পাগল পাগল জীবন আমার, বুঝি না তো মনটা তোমার
কখন কী সুর গায়

মনটা বোঝা দায়, তোমার মন বোঝা খুব দায়
তোমার মনটা বোঝা দায়, হায় রে, মন বোঝা খুব দায়
মনটা বোঝা দায়, তোমার মন বোঝা খুব দায়
তোমার মনটা বোঝা দায়, হায় রে, মন বোঝা খুব দায়

মনটা বোঝা দায়, তোমার মন বোঝা খুব দায়
তোমার মনটা বোঝা দায়, হায় রে, মন বোঝা খুব দায়
মনটা বোঝা দায়, তোমার মন বোঝা খুব দায়
তোমার মনটা বোঝা দায়, হায় রে, মন বোঝা খুব দায়



Credits
Writer(s): Din Islam Sharuk, Ronok Ekram
Lyrics powered by www.musixmatch.com

Link