Chena Kabitay

চেনা কবিতায়
যদি কখনো তুই
আলগোছে ঠোঁট রাখতিস

চেনা কবিতায়
যদি কখনো তুই
আলগোছে ঠোঁট রাখতিস

সেই কবিতাই হয়ে যেত গান
তুই আর আমি গাইতাম
সাদা ক্যানভাসে চেনা অভ্যেসে
যদি রং পেন্সিলে আঁকতিস

তুই চাইতিস আরও অভিমান
তুই চাইতিস আরও অভিমান
আমি তোকে কাছে চাইতাম

চেনা কবিতায়
যদি কখনো তুই
আলগোছে ঠোঁট রাখতিস

মোম গলে যায়, একা বাতিঘর
আনমনে ঢেউ গুনছে
চোখ পড়তেই ভাঙা আয়নায়
দেখে দীর্ঘশ্বাস শুনছে

মোম গলে যায়, একা বাতিঘর
আনমনে ঢেউ গুনছে
চোখ পড়তেই ভাঙা আয়নায়
দেখে দীর্ঘশ্বাস শুনছে

পাশ বালিশের ঘুম ছুঁয়ে তুই
যদি চাঁদ হয়ে শুয়ে থাকতিস
সাদা ক্যানভাসে চেনা অভ্যেসে
যদি রং পেন্সিলে আঁকতিস

তুই চাইতিস আরও অভিমান
তুই চাইতিস আরও অভিমান
আমি তোকে কাছে চাইতাম

ভাঙা সিন্দুক ভরে রাখছিস
Nostalgia কুড়িয়ে
ছায়া ডাকছিস উঁচু ceiling-এ
দু'চোখের মেঘ উড়িয়ে

ভাঙা সিন্দুক ভরে রাখছিস
Nostalgia কুড়িয়ে
ছায়া ডাকছিস উঁচু ceiling-এ
দু'চোখের মেঘ উড়িয়ে

যদি সেইদিন যেতে যেতে তুই
শুধু একবার ফিরে দেখতিস
সাদা ক্যানভাসে চেনা অভ্যেসে
যদি রং পেন্সিলে আঁকতিস

তুই চাইতিস আরও অভিমান
তুই চাইতিস আরও অভিমান
আমি তোকে কাছে চাইতাম



Credits
Writer(s): Banikantha
Lyrics powered by www.musixmatch.com

Link