Nishsobdo Bhalobasa (The Silence Of Love)

এখনো তুমি আমাকে
মনের মাঝে ডাকছো কি?
এখনো তুমি আমাকে
মনের মাঝে রাখছো কি?
আমি তোমারি কল্পনাতে
ডুবে যাচ্ছি
সেই দিনের স্বপ্নতে
তোমায় ভাবছি

চুপচাপ করে আরো ভালোবাসছি
মনটাকে কাছেতে টানছি
আঁধারে তোমায় আঁকছি
তুমি আমায় ভালোবাসছো নাকি?

চুপচাপ করে আরো ভালোবাসছি
তোমাকে কাছেতে টানছি
কল্পনাতে তোমায় দেখছি
এখনো তুমি আমায় ডাকছো নাকি?

চুপচাপ করে চুপচাপ করে
চুপচাপ করে চুপচাপ করে

এই মন তোমাকে চায়
এই চোখ তোমাকে পায়
কিছু না বলে
দূরে চলে যায়

চুপচাপ করে আরো ভালোবাসছি
মনটাকে কাছেতে টানছি
আঁধারে তোমায় আঁকছি
তুমি আমায় ভালোবাসছো নাকি?

চুপচাপ করে আরো ভালোবাসছি
তোমাকে কাছেতে টানছি
কল্পনাতে তোমায় দেখছি
এখনো তুমি আমায় ডাকছো নাকি?

নিঃশব্দ ভালোবাসা
তোমাকে বোঝাতে চায়
কেন যে মাঝে মাঝে
আগলে রেখে যায়
উম
আগলে রেখে যায়



Credits
Writer(s): Mohammad Kamrul Hasan
Lyrics powered by www.musixmatch.com

Link