Chokhhe Amar Trishna

চক্ষে আমার তৃষ্ণা ওগো
তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা ওগো

আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
সন্তাপে প্রাণ যায় যায় যে পুড়ে
চক্ষে আমার তৃষ্ণা

ঝর উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়
মনকে সুদুর শুন্যে ধাওয়ায়
অবগুন্ঠন যায় যে উড়ে
চক্ষে আমার তৃষ্ণা

যে ফুল কানন করতো আলো
কালো হয়ে সে শুকালো
কালো কালো হয়ে সে শুকালো হায়
যে ফুল কানন করতো আলো
কালো হয়ে সে শুকালো
কালো কালো হয়ে সে শুকালো হায়
ঝরনারে কে দিলো বাঁধা
নিষ্ঠূর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে

চক্ষে আমার তৃষ্ণা ওগো
তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
সন্তাপে প্রাণ যায় যায় যে পুড়ে
চক্ষে আমার তৃষ্ণা



Credits
Writer(s): Rabindranath Tagore, Arpan Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link