Sotti Ki Mele Mon

সত্যি কি মিলে মন?
নাকি সব প্রয়োজন?
সত্যি কি মিলে মন?
নাকি সব প্রয়োজন?

মিলছে তাই স্বার্থটাই
মিলছে না এ হৃদয়
ভাঙতে হয়, গড়তে হয়
অভ্যাসই আমরণ

সত্যি কি মিলে মন?
নাকি সব প্রয়োজন?

ও, তবুও তো মন মেনে চলে
দখলে নয়তোবা বেদখলে
ও, তবুও তো মন মেনে চলে
দখলে নয়তোবা বেদখলে

একটা মন দিনযাপন
নিত্য ঘাত, প্রত্যাঘাত
জিততে হয়, সাজতে হয়
প্রেম তাসে ইস্কাবন

সত্যি কি মিলে মন?
নাকি সব প্রয়োজন?

ও, নিজেকে নিজে খুঁজে পেতে
কোনটা ঠিক, কোনটা ভুল, সেই তফাতে
ও, নিজেকে নিজে খুঁজে পেতে
কোনটা ঠিক, কোনটা ভুল, সেই তফাতে

কাটছে দিন অন্তহীন
সন্ধানে, বন্ধনে
এক শপথ, এক শপথ
ভরসা হয় আজীবন

সত্যি কি মিলে মন?
নাকি সব প্রয়োজন?

মিলছে তাই স্বার্থটাই
মিলছে না এ হৃদয়
ভাঙতে হয়, গড়তে হয়
অভ্যাসই আমরণ

সত্যি কি মিলে মন?
নাকি সব প্রয়োজন?
নাকি সব প্রয়োজন?
নাকি সব প্রয়োজন?



Credits
Writer(s): Santanu Basu
Lyrics powered by www.musixmatch.com

Link