Jhor

তোমার ক্ষতি offline-এ, আমার ক্ষতি বোরো ধান
তোমার চিন্তা নেটিজন, আমার ভাবনা নদে বান

তোমার দুঃখ বিদুৎ নেই, আলো-হাওয়া ছাড়া কাঁদছে প্রাণ
আমার ব্যথা ভাঙলো চালা, ভাড়ার ঘরে শূন্য টান

তোমার দুঃখ ভাতের পাতে সঙ্গে আর কী আছে
শেষ রুটিটা আঁকড়ে ধরি বৃষ্টিজলে হারাই পাছে

মারণ রোগে ঘর-বন্দী, ভরসা তোমার পাসবই
দয়ার দানে দিন কাটবে, সাহস তেমন রইলো কই?

তোমরা ছিলে, তোমরা আছো, তোমরা সমাজ অন্তলীন
আমরা কেমন অপাঙক্তেয় একটি-দু'টি কাটাই দিন
একটি-দু'টি কাটাই দিন, একটি-দু'টি কাটাই দিন



Credits
Writer(s): Santanu Basu
Lyrics powered by www.musixmatch.com

Link