Moner Manush

সে মানুষ খুঁজতে গেলে লাগে কেন ভয়?
সে মানুষ আদিখ্যেতায় করবে রে মন জয়
সে মানুষ ছলচাতুরি-ফন্দি করে শুধু
ভালোবেসে অবশ করে বন্দি করে শুধু
জানে সে কি জাদুটোনা?

ও, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

সে মানুষ অসাড় হয়ে থাকে
চুপি চুপি রাতবিরেতে ডাকে
ও, সে মানুষ আশকারা দেয় বেশি
কখনো ফকির বা সন্ন্যেসী

ও, সে মানুষ উতল করে, অসময়ে জাপটে ধরে
জানে সে কতই ছলনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

সে মানুষ মন-ফকিরার পাড়ায়
বেজে ওঠে খেয়ালি একতারায়
ও, সে মানুষ কাছে এসে জ্বালায়
সহজে হঠাতই ঘর পালায়

সে মানুষ শহর-গ্রামে, ঘুরেফিরে হাজার নামে
তাকে নিয়ে কতই রটনা

ও, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা



Credits
Writer(s): Utpal Das
Lyrics powered by www.musixmatch.com

Link