Tonic Title Track

হাত বাড়ালেই বন্ধুত্ব আমার হবে
দেবে তোমায় লাল বা হলুদ রঙ
গল্প আছে, কল্পনা বাস্তবে
চাইলে দেবে রামধনু বরম
ও Tonic
তুমি জিতে যাও lottery
ও Tonic
তুমি nonstop battery
ও Tonic
কাছে থাকলেই খুব আরাম
ও Tonic
তুমি একাই ১০০ নাম

হয়ে একটা পাগলা হাওয়া
তুমি কোনো নৌকো বাওয়া
ছুঁয়ে দিলাম জীবন পাওয়ার গানে
হয়ে যাচ্ছ নিমেষের ছুটি
ভুলে গিয়ে সব খুনসুটি
চলে যাচ্ছ কে জানে কি টানে
ডাক দিলে পিছনে ঘুরে
চেনা মুখ দাড়িয়ে দূরে
হউ তুমি মুশকিলের আশা
ও Tonic
তুমি জিতে যাও lottery
ও Tonic
তুমি nonstop battery
ও Tonic
কাছে থাকলেই খুব আরাম
ও Tonic
তুমি একাই ১০০ নাম

নানান ভিড়ে লুকিয়ে তুমি থাকো পড়বে খসে কে জানে কখন একটা গোটা আকাশ তোমার চেনে বশ করেছো তাকেও এমন
ও Tonic
তুমি জিতে যাও lottery
ও Tonic
তুমি nonstop battery
ও Tonic
কাছে থাকলেই খুব আরাম
ও Tonic
তুমি একাই ১০০ নাম
ও Tonic
তুমি জিতে যাও lottery
ও Tonic
তুমি nonstop battery



Credits
Writer(s): Jeet Gannguli, Prosen
Lyrics powered by www.musixmatch.com

Link