Sursuri

কতটা পথ পাড়ি দিলে পরিচিত হওয়া যাবে?
কতটা পথ সঙ্গ দিলে সবটা ভুলে থাকা যাবে?
কতটা পথ পাড়ি দিলে পরিচিত হওয়া যাবে?
কতটা পথ সঙ্গ দিলে সবটা ভুলে থাকা যাবে?

সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর স্বাধীনতা আছে কি তোর?
সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর নিজস্বতা আছে কি তোর?

সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর স্বাধীনতা আছে কি তোর?
সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর নিজস্বতা আছে কি তোর?

বুক পকেটে প্রেম বিলোবো
বাজার দরে বিক্রি করবো
নরম বুকে গরম দেবো
আর বুকের খাঁজে নিঃশ্বাস নেবো আমি

সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর বুক পকেটে প্রেম বিলোবো
সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোকে বাজার দরে বিক্রি করবো

সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর নরম বুকে গরম দেবো
সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর বুকের খাঁজে নিঃশ্বাস নেবো

কতটা পথ পাড়ি দিলে পরিচিত হওয়া যাবে?
কতটা পথ সঙ্গ দিলে সবটা ভুলে থাকা যাবে?
কতটা পথ পাড়ি দিলে পরিচিত হওয়া যাবে?
কতটা ভালোবাসা দিলে ওই শরীর শান্ত হবে?

সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর নিজস্বতা আছে কি তোর?
সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর স্বাধীনতা আছে কি তোর?

সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর নোংরা দেহে সব কলঙ্ক
সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর ভেজা গায়ে আজ আতরের গন্ধ

সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোকে বাজার দরে বিক্রি করবো
সুড়সুড়ি, আরো কত সুড়সুড়ি
তোর নরম বুকে গরম দেবো

সুড়সুড়ি



Credits
Writer(s): Priyotosh Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link