O Jibon

যেই ভাবি তাকে ধরবো বেশ করে
কোন সে সুদূরে দেয় উড়ান
এই জীবন, ও জীবন

যেই ডাকি তাকে, আয় না এই ঘরে
হাত নেড়ে বলে আসবো কাল
এই জীবন, ও জীবন

যেই ভাবি তাকে ধরবো বেশ করে
কোন সে সুদূরে দেয় উড়ান
এই জীবন, ও জীবন

যেই ডাকি তাকে আয় না এই ঘরে
হাত নেড়ে বলে আসবো কাল
এই জীবন, ও জীবন

এক মাঘে শীত সারে না
তাও কারও ধার ধারে না
সায় দিতে মন পারে না
থোড়াই care কে রাজি, বেখেয়াল বদমেজাজী
পাত দেখে বাত বাড়ে না
এই জবান যদি বন্দী না হয়
তো বল কীসে তবে হয় কামাল

এই জীবন, ও জীবন
যেই ডাকি তাকে আয় না এই ঘরে
হাত নেড়ে বলে আসবো কাল
এই জীবন, ও জীবন

আজ যে পথে চলেছি
এক পা দু'পা টলেছি
দিক সাজা ঠিক বলেছি
যায় যে দিকে যাক মিছিল
আমার নিশান একলা চিল
মোম হয়ে রাত জ্বলেছি
সেই সুতোয় তোকে চাই যে আটকাতে
যার কিনারাতে হয় সকাল

এই জীবন, ও জীবন
যেই ডাকি তাকে, আয় না এই ঘরে
হাত নেড়ে বলে আসবো কাল
এই জীবন, ও জীবন

এই জীবন, ও জীবন
এই জীবন, ও জীবন



Credits
Writer(s): Joy Sarkar, Srijato Bandopadhya
Lyrics powered by www.musixmatch.com

Link