Borne gondhe

বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে
হৃদয়ে দিয়েছো দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে
একি তব হরি খেলা?
তুমি যে ফাগুন, রঙের আগুন
তুমি যে রসের ধারা
তোমার মাধুরী, তোমার মদিরা
করে মোরে দিশাহারা

মুক্তা যেমন শুক্তির বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু
তুমি, শুধু তুমি

প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ
সে দীপের শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে
এ রীতি নাচালে তুমি
আপন হারায় উদাসী প্রাণের
লহো গো প্রেমাঞ্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার
বাউল গানের ঝুলি

মুক্তা যেমন শুক্তির বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু
তুমি, শুধু তুমি

চমকি দেখিনু আমার প্রেমের
জোয়ার তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে
তোমার হিয়ারই মাঝে
তোমার প্রানের পুলকপ্রবাহ
নিশীথে চাহে আমাতে
যপো মোর নাম, গাহো মোর গান
আমারই একতারাতে

মুক্তা যেমন শুক্তির বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু
তুমি, শুধু তুমি

তুমি, শুধু তুমি
তুমি, শুধু তুমি



Credits
Writer(s): Rishi Panda
Lyrics powered by www.musixmatch.com

Link