Jao Pakhi Bolo Tare

সোনার পালঙ্কের ঘরে
লিখে রেখেছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো, ভালো থেকো
মনে রেখো এ আমারে

বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এ পাড় ও পাড় তোলপাড় একা

যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো, ভালো থেকো
মনে রেখো এ আমারে

মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ও পাড় পাখির বাসা
মনে, বন্ধু, বড়ো আশা
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ও পাড় পাখির বাসা
মনে, বন্ধু, বড়ো আশা

যাও পাখি, যা রে উড়ে
তারে কইয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখবো তারে
মন চলে যায় অদূর দূরে

যাও পাখি বলো তারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো, ভালো থেকো
মনে রেখো এ আমারে

সোনার পালঙ্কের ঘরে
লিখে রেখেছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো, ভালো থেকো
মনে রেখো এ আমারে

সুখে থেকো, ভালো থেকো
মনে রেখো এ আমারে
সুখে থেকো, ভালো থেকো
মনে রেখো



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link