Jiban Cholche Neshar Ghore

জীবন চলছে নেশার ঘোরে
রাস্তাগুলো অন্ধকার
পাল্টে যাচ্ছে সময়গুলো
ধৈর্য নেই ধরে রাখার

জীবন চলছে নেশার ঘোরে
রাস্তাগুলো অন্ধকার
পাল্টে যাচ্ছে সময়গুলো
ধৈর্য নেই ধরে রাখার

মানুষ মারছে মানুষকেই যেন
সাপের মতো ছোবল
মৃত্যুর দিকে ছুটছে সময় আজ
গতিবেগ তার প্রবল
কে সামলায়?
এ সময় কে, কে সামলায়?

দুর্নীতিরা রাজ করছে
চাইছে না ভালো কেউ
চোখের পলকে ভাসিয়ে দেবে
কোনো অজানা ঢেউ

দুর্নীতিরা রাজ করছে
চাইছে না ভালো কেউ
চোখের পলকে ভাসিয়ে দেবে
কোনো অজানা ঢেউ

অরাজকতায় ভরছে সমাজ
বাঁচার নেই উপায়
অন্ধকারেই থাকছে সবাই
আলোর দিশা নাই
কে সামলায়?
এ সময় কে, কে সামলায়?

সভ্য সমাজ খেলছে দেখো
পুরোনো পাশার খেল
অজ্ঞানতায় মানুষগুলোর
ভাবনা চিন্তা fail

হো... সভ্য সমাজ খেলছে দেখো
পুরোনো পাশার খেল
অজ্ঞানতায় মানুষগুলোর
ভাবনা চিন্তা fail

নিজের ক্ষতি করছে নিজেই
বোঝার নেই উপায়
মারছে কারা বাঁচছে কারা
হিসেব কিছুই নাই
কে সামলায়?
এ সময় কে, কে সামলায়?

জীবন চলছে নেশার ঘোরে
রাস্তাগুলো অন্ধকার
পাল্টে যাচ্ছে সময়গুলো
ধৈর্য নেই ধরে রাখার

জীবন চলছে নেশার ঘোরে
রাস্তাগুলো অন্ধকার
পাল্টে যাচ্ছে সময়গুলো
ধৈর্য নেই ধরে রাখার

মানুষ মারছে মানুষকেই যেন
সাপের মতো ছোবল
মৃত্যুর দিকে ছুটছে সময় আজ
গতিবেগ তার প্রবল
কে সামলায়?
এ সময় কে, কে সামলায়?
কে সামলায়?
এ সময় কে, কে সামলায়?



Credits
Writer(s): Satyaam
Lyrics powered by www.musixmatch.com

Link