Manush Bhojle Sonar Manush Hobi

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
ও তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
ও তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি

এই মানুষে মানুষ গাঁথা, গাছে যেমন আলেক-লতা
মানুষে মানুষ গাঁথা, গাছে যেমন আলেক-লতা
জেনেশুনে মুড়াও মাথা
জেনেশুনে মুড়াও মাথা, জাতে তরাবি
তুই জাতে তরাবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি

দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে
দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে
মানুষ গুরুর কৃপা হলে
মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি
তুই জানতে পাবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি

এই মানুষ ছাড়া মন রে আমার
করবি রে তুই শূন্যকার
মানুষ ছাড়া মন রে আমার
করবি রে তুই শূন্যকার
লালন বলে, মানুষ আকার
লালন বলে, মানুষ আকার ভজলে তারে পাবি
ও তুই ভজলে তারে পাবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
ও তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি



Credits
Writer(s): Lalon Fakir
Lyrics powered by www.musixmatch.com

Link