Boisakh Babaji

এক হাতে হালখাতা তোমার, আরেক হাতে পাঁজি
এক হাতে হালখাতা তোমার, আরেক হাতে পাঁজি

গুণের অন্ত নাই, দুরন্ত বৈশাখ বাবাজি
ও বৈশাখ বাবাজি (বাবাজি, বাবাজি)

এক হাতে হালখাতা তোমার, আরেক হাতে পাঁজি
এক হাতে হালখাতা তোমার, আরেক হাতে পাঁজি

গুণের অন্ত নাই, দুরন্ত বৈশাখ বাবাজি
ও বৈশাখ বাবাজি (বাবাজি, বাবাজি)

তোমার অঙ্গেতে অগ্নির জ্বালা
গলে শোভে বজ্রমালা
তোমার অঙ্গেতে অগ্নির জ্বালা
গলে শোভে বজ্রমালা

তোমার ভয়েতে ধরে না পাড়ি পদ্মা নদীর মাঝি
ভয়েতে ধরে না পাড়ি পদ্মা নদীর মাঝি

ও বৈশাখ বাবাজি, ও বৈশাখ বাবাজি (বাবাজি, বাবাজি)

এক হাতে হালখাতা তোমার, আরেক হাতে পাঁজি
এক হাতে হালখাতা তোমার, আরেক হাতে পাঁজি

গুণের অন্ত নাই, দুরন্ত বৈশাখ বাবাজি
ও বৈশাখ বাবাজি (বাবাজি, বাবাজি)

তোমার মাথায় মেঘের জটা, বাজাও মেঘ-ডম্বরু
কালবৈশাখী রূপটি ধরে প্রাণ করে দুরুদুরু
তোমার মাথায় মেঘের জটা, বাজাও মেঘ-ডম্বরু
কালবৈশাখী রূপটি ধরে প্রাণ করে দুরুদুরু

আবার দাতা নেই তোমার সমান
চরাচরে দাও নবপ্রাণ
আবার দাতা নেই তোমার সমান
চরাচরে দাও নবপ্রাণ

প্রবীণ নবীন করা তোমার কারসাজি
প্রবীণ নবীন করা তোমার কারসাজি

ও বৈশাখ বাবাজি, ও বৈশাখ বাবাজি (বাবাজি, বাবাজি)

এক হাতে হালখাতা তোমার, আরেক হাতে পাঁজি
এক হাতে হালখাতা তোমার, আরেক হাতে পাঁজি

গুণের অন্ত নাই, দুরন্ত বৈশাখ বাবাজি
ও বৈশাখ বাবাজি (বাবাজি, বাবাজি)

গুণের অন্ত নাই, দুরন্ত বৈশাখ বাবাজি
ও বৈশাখ বাবাজি (বাবাজি, বাবাজি)
গুণের অন্ত নাই, দুরন্ত বৈশাখ বাবাজি
ও বৈশাখ বাবাজি (বাবাজি, বাবাজি)
বৈশাখ বাবাজি



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link