Ode to Vidyasagar

পুণ্য জন্ম না হলে তোমার এই ধরাধামে হে মোদের ঈশ্বর
বর্ণপরিচয় হতো কি বলো সুগম পথ হতো কি সবার

শিক্ষার আলো জ্বেলে তুমি ঘুচালে আধার দুর্নিবার
বঙ্গ নারী এত যে এগিয়ে তুমিই করেছো আধার পার

বজ্রের ন্যায় কঠিন তুমি কুসুমের মতো কোমল
তোমার জ্ঞানের পসরাতেই বাংলা হয়েছে শ্যামল

প্রতিরোধী তুমি বাল্যবিবাহে বহুবিবাহ করলে রোধ
বিধবাবিবাহ আনলে তুমি সমাজে সে যেন নতুন রোদ

দয়ার সাগর বিদ্যাসাগর তুমি আলোকিত মহামানব

- Spandan



Credits
Writer(s): Spandan Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link