Ore maajhi ore aamar

ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি
শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি

তরী কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে
তরী কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে
সেথায় সন্ধ্যা-অন্ধকারে দেয় কি দেখা প্রদীপরাজি

ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি
শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি

যেন আমার লাগে মনে মন্দ-মধুর এই পবনে
সিন্ধুপারের হাসিটি কার আঁধার বেয়ে আসছে আজি
যেন আমার লাগে মনে মন্দ-মধুর এই পবনে
সিন্ধুপারের হাসিটি কার আঁধার বেয়ে আসছে আজি

আসার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি
আসার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি
যেগুলি তার নবীন আছে এই বেলা নে সাজিয়ে সাজি

ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি
শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link