Proshnonama

সন্ধ্যা নেমে গেছে
আমার পাখায় ছড়িয়ে আছে
বিগত সহস্র ক্লের অপেক্ষার ধূলা।
আমার পাথূরে চোখে আজ আর পূর্নতা নেই।
আমার চাতক চোখে আজ আর তৃপ্তি নেই।
এই হিংস্র মরূদ্যান আজ অসহায় আমার তৃষ্ণার মূখে
ঝর্নার মত ঝড়ছে যত উত্তরের লাশ।
তবু আমি তৃষ্ণার্ত, আমি প্রশ্ন খুঁজি।
কবে পাব সেই প্রশ্ন, যা নিয়ে যাবে আমায়
নিয়ে যাবে সেই পারে, যেথা বৃশ্চিক পাহারায়।



Credits
Writer(s): Amit Hasan Eather, Ibon Ibtesham Majid, Ishmam Inteser Majid, Samin Yasar, Samuel Adhikary
Lyrics powered by www.musixmatch.com

Link