TUMI KE

কে তুমি?
তোমাকে চিনে গেছি (তুমি তো)
তোমাকে চিনে গেছি
আমি তো সবই বুঝি

তোমার কথা আমি জানিনা
আমার কিছু মাথায় থাকে না
আমি ভালো কেন থাকি না
আমার কিছু ভালো লাগেনা

তুমি কে? আমি বলি তুমি কে?
আমার কাছে তুমি কে?
আমি কেন বলেছি?
কিছু বলেছি তোকে!
আমি বলি তুমি কে? (কে?)

তোমাকে চিনে গেছি
তুমিতো বকো বেশি
রাতে নেই কোন যে D
আমার তো চাইনা পুসি
লিক করি OCB
আমার নেই কোন বিবি
তোকে তো খালি ভাবি
তুই কি আমাকে দিবি?

তোমাকে বুঝেছি তুমি তো মেয়ে, খুবই তো শুনেছি বকো বাজে
এপাশে ওপাশে যাবেনা মাগী, তুমি যে কাউকে বোঝাবে না কে?

তুমি কে
আমি বলি তুমি কে
আমার কাছে তুমি কে
আমি কেন বলেছি
কিছু বলেছি তোকে
আমি বলি তুমি কে

আমি জানিনা
যেটা বলি সেটা বোঝনা

তোমার কথা আমি জানিনা
আমার কিছু মাথায় থাকে না
আমি ভালো কেন থাকি না
আমার কিছু ভালো লাগেনা

তুমি কে
আমি বলি তুমি কে
আমার সাথে তুমি কে
আমি কেন বলেছি
কিছু বলেছি তোকে
আমি বলি তুমি কে

তুমি তো নেই
ব্যাপারটা এখন তো এই
রাতে তো কাঁদি না আর
গানে কাঁদি আমি সেই
সময়টা খুবই বাজে
আমিতো হারিয়ে খেই
আমার এখন কিছু নেই
আমার এখন কিছু নেই

তুমি কোথায় জানিনা
আমি কিছু বুঝিনা
নেই কোন যাতনা
আমার যাতনা(তুমি কে?)

তুমি কে?

(Chapri)

তুমি কে?

তুমি কে?

তুমি কে?

TUMI KE?



Credits
Writer(s): Sagnik Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link