Alor Shohor

হাওয়ায় হতাশা ওড়ে
পুড়ে কিছু স্বপ্নের ছাই
যে আগুন বুকে চাপা
সে আলোয় পথ হেঁটে যাই
হাওয়ায় হতাশা ওড়ে
পুড়ে কিছু স্বপ্নের ছাই
যে আগুন বুকে চাপা
সে আলোয় পথ হেঁটে যাই

এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর
এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর

যখন হোঁচট খেয়ে
থমকে দাঁড়ায়
চোখ গুলো
যখন ট্রাফিক জুড়ে
থেমে থাকে
ঝড়ো গতি সব
তখনও তোমার সাথে
অগুন্তি রাত
হেঁটে ধূলো
কারণ জীবন জানে
ফিরে আসাটাই
উৎসব

এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর
এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর

স্বপ্ন জ্বালাবো বলে জড়ো করি
সব খড়কুটো
চাঁদের পাহাড় আছে আঁধারেও
দেখি একফালি
হাজার স্বপ্ন চোখ রেখে গেছে
খোলা চিরকুটও
যে হাত দিয়েছে বাঁধা
কাল তারা দেবে হাততালি

এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর
এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর
এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর
এ এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর



Credits
Writer(s): Ranajoy Bhattacharjee, Tamoghna Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link