LOCKDOWN er Gaan

আর এসোনা প্রিয় স্বজন আমার আশেপাশে।
মরে গে লেও ফুল দিওনা আমার নিথর লাশে।
আমি এক বেওয়া রিশ লাশ।
তোরা কেউ ফিরে না হি চাস।
আর এসোনা প্রিয় স্বজন আমার আশেপাশে।
মরে গে লেও ফুল দিওনা আমার নিথর লাশে।

য মের দে শে অপূর্ণতায় জীবন হ লো চূর্ণ।
মর লে প্রজা রাজার খাতায় লা শের হি সেব শুন্য।
আর এসোনা প্রিয় স্বজন আমার আশেপাশে।
মরে গে লেও ফুল দিওনা আমার নিথর লাশে।

লক ডাউ নে প রে থাক বে আ মার নিথর দেহ।
জান বে না কেউ গুমরে কাঁদ বে আমার স্বজন প্রিয়।
আর এসোনা প্রিয় স্বজন আমার আশেপাশে।
মরে গে লেও ফুল দিওনা আমার নিথর লাশে।
আমি এক বেওয়া রিশ লাশ।
তোরা কেউ ফিরে না হি চাস।



Credits
Writer(s): Mahfuj Hasan
Lyrics powered by www.musixmatch.com

Link