Mrigonabhi

তুমি বলেছো সবাইকে
জানতে চাওয়ার আগে
তোমার আমাকে চিরদিন
কত মন্দ লাগে

আমার লেখা গান, কবিতা
কি আর এমন বলো
তোমার ভেতর রাগ অভিমান
কোন সাগরে ঢালো

অথচ আমার নাম করে কেন ফুল তোলো
কেন কিছু লেখো রোজ
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে যেন মৃগনাভি
সুরে সুরে করে খোঁজ

বিদায় (বিদায়)
বিদায় (বিদায়)
হাসি মুখে ভেসে চলে যাই (যাই)
যাই (যাই)
রুক্ষ চুলে চিরুনি হারাই (হারাই)

মিথ্যে কিছু ভুল রটিয়ে
কি বা তুমি পেলে
এক কাপ মন খারাপ ছিটিয়ে
দিচ্ছো কার বিকেলে

তার চেয়ে ভালো এই দু'জনে
দূরে দূরে থাকি
আমরা সমান নই, মেনে নাও
যে ক'টা দিন বাকি

অথচ আমার নাম শুনে কেন উঠে বসো
কেন ধূলো মোছো রোজ
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে যেন মৃগনাভি
সুরে সুরে করে খোঁজ

বিদায় (বিদায়)
বিদায় (বিদায়)
হাসি মুখে ভেসে চলে যাই (যাই)
যাই (যাই)
রুক্ষ চুলে চিরুনি হারাই (হারাই)

অথচ আমার নাম করে কেন ভালোবাসা
কানে কানে ডাকে রোজ
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে যেন মৃগনাভি
সুরে সুরে করে খোঁজ

বিদায় (বিদায়)
বিদায় (বিদায়)
হাসি মুখে ভেসে চলে যাই (যাই)
যাই (যাই)
রুক্ষ চুলে চিরুনি হারাই

(বিদায়)
বিদায় (বিদায়)
হাসি মুখে ভেসে চলে যাই (যাই)
যাই (যাই)
রুক্ষ চুলে চিরুনি হারাই

(বিদায়)
বিদায় (বিদায়)
হাসি মুখে ভেসে চলে যাই (যাই)
যাই (যাই)
রুক্ষ চুলে চিরুনি হারাই



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link