Bipul Tarangya Re

বিপুল তরঙ্গ রে
বিপুল তরঙ্গ রে
সব গগন উদবেলিয়া
মগন করি অতীত অনাগত
আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল
একি আনন্দ-তরঙ্গ

বিপুল তরঙ্গ রে
বিপুল তরঙ্গ রে

তাই দুলিছে দিনকর চন্দ্র তারা
চমকি কম্পিছে চেতনাধারা
দুলিছে দিনকর চন্দ্র তারা
চমকি কম্পিছে চেতনাধারা
আকুল চঞ্চল নাচে সংসারে
আকুল চঞ্চল নাচে সংসারে
কুহরে হৃদয়বিহঙ্গ

বিপুল তরঙ্গ রে
বিপুল তরঙ্গ রে
সব গগন উদবেলিয়া
মগন করি অতীত অনাগত
আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল
একি আনন্দ-তরঙ্গ

বিপুল তরঙ্গ রে
বিপুল তরঙ্গ রে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link