Badam Official

এ ভাই, Ron-E beat বানাইসে

পায়ের তোড়া, হাতের বালা
থাকে যদি City Gold-এর chain, দিয়ে যাবেন
সাথে সমান সমান বাদাম পাবেন

বাদাম, বাদাম, দাদা, কাঁচা বাদাম
আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম
আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম (এই, এই)

কাঁচা বাদাম trending-এ, পুরো vibe-vibe (এই)
শুনে নাচে যুবতী, কিন্তু ডাকে ভাই ভাই
জানি না আমায় ভাবে নাকি নিজেই shy
তাই আড়চোখে দেখে, তবু কথায় বলে lie (why?)
আহা, কী দারুণ তোমার পায়ের তোড়া!
ঐ পায়ের তোড়া দিয়ে আবার বাদাম খেয়ো না
কাকার গানখানা সেরা, তাই নাম জগতজোড়া
তোমার Insta check করে দেখি reels বাদাম ভরা (এই)

কলকাতার disco থেকে pub
সব জায়গায় "কাঁচা বাদাম" বাজে বাড়ে যত রাত
সব জায়গায় DJ ভাইদের আমার করা আছে হাত
ওরা গান plug করে, আমি করি উৎপাত (এই, এই, এই)
নাচো, নাচো, full মস্তি
সব বড় হোতার সাথে আমার খুবই close scene
কলকাতা থেকে বাংলাদেশ সবাই অস্থির
যারা জানে না তাদের বলি আমি Ron-E

বাদাম
বাদাম
তোমার কাছে নাই তো কাকু ভাজা বাদাম
তোমার কাছে আছে শুধু কাঁচা বাদাম
তোমার কাছে নাই তো কাকু ভাজা বাদাম
তোমার কাছে আছে শুধু কাঁচা বাদাম

পায়ের তোড়া, হাতের বালা
থাকে যদি City Gold-এর chain, দিয়ে যাবেন
সাথে সমান সমান তোমরা বাদাম পাবেন

বাদাম, বাদাম, দাদা, কাঁচা বাদাম
আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম
আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম



Credits
Writer(s): Bhuban Badyakar
Lyrics powered by www.musixmatch.com

Link