Amar Shopno Pure

আমার স্বপ্ন পুড়ে ছাই হয়েছে মিথ্যে প্রেমের আগুনে
তোমার জীবন ঝলমল, ভাসছো সুখের ফাগুনে
আমার স্বপ্ন পুড়ে ছাই হয়েছে মিথ্যে প্রেমের আগুনে
তোমার জীবন ঝলমল, ভাসছো সুখের ফাগুনে

আমি মরে মরে বাঁচি প্রতিদিন
আমি বেঁচে বেঁচে মরি প্রতিদিন
আমি কেমন আছি তুমিবিহীন, খবর রাখো না
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?

অঞ্জনা, ও অঞ্জনা
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?

বুক পকেটে তোমার ছবি যত্নে রাখি তুলে
চোখের জলে ভাসতে নিঠুর ভুল করি না ভুলে
বুক পকেটে তোমার ছবি যত্নে রাখি তুলে
চোখের জলে ভাসতে নিঠুর ভুল করি না ভুলে
হাঁটতে পথে পথ ভুলে যাই, চোখ দিয়েছে আড়ি
চশমা পরেও ঝপসা দেখি, জীবন লাগে ভারী

কেউ দেখে না চুপে চুপে নিত্য ডুবি স্মৃতির কূপে
কেউ দেখে না চুপে চুপে নিত্য ডুবি স্মৃতির কূপে
তবু তুমি আছো সুখমহলে, এই তো সান্ত্বনা
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?

অঞ্জনা, ও অঞ্জনা
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?

রাত্রি শেষে যাই ঘুমোতে, স্বপ্নে তুমি আসো
দেখে আমার করুণ দশা মুখ লুকিয়ে হাসো
রাত্রি শেষে যাই ঘুমোতে, স্বপ্নে তুমি আসো
দেখে আমার করুণ দশা মুখ লুকিয়ে হাসো
ধরবো তোমায়, হাত বাড়াতেই ঘোর কেটে যায় ভোরে
ব্যথার ঝড়ে মন দেয়ালে ধাক্কা লাগে জোরে

কেউ দেখে না চুপে চুপে নিত্য ডুবি স্মৃতির কূপে
কেউ দেখে না চুপে চুপে নিত্য ডুবি স্মৃতির কূপে
তবু তুমি আছো সুখ মহলে, এই তো সান্ত্বনা
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?

অঞ্জনা, ও অঞ্জনা
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?

আমার স্বপ্ন পুড়ে ছাই হয়েছে মিথ্যে প্রেমের আগুনে
তোমার জীবন ঝলমল, ভাসছো সুখের ফাগুনে

আমি মরে মরে বাঁচি প্রতিদিন
আমি বেঁচে বেঁচে মরি প্রতিদিন
আমি কেমন আছি তুমিবিহীন, খবর রাখো না
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?

অঞ্জনা, ও অঞ্জনা
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?
আর কতকাল সইবো আমি নরকযন্ত্রণা?



Credits
Writer(s): Monir Khan, Plabon Koreshi
Lyrics powered by www.musixmatch.com

Link